এমন কোন অকল্যানকর কাজ নেই যা এই সরকার করেনি- আলাল

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘বাংলাদেশে এমন কোনো অকল্যাণকর কাজ নেই যা এই সরকার করেনি।’

বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ কল্যাণ পার্টির যুগপূর্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আলাল বলেন, ‘মানুষকে এক কেজি পেঁয়াজ কেনার জন্য রোদের মধ্যে লাইনে দাঁড়াতে হচ্ছে। প্রধানমন্ত্রী এটা নিয়ে মশকরা করে স্পেনে বক্তব্য দিচ্ছেন, অসৎ পথে বিরিয়ানি খাওয়ার চেয়ে সৎ পথে নুন-ভাত খাওয়া ভালো।নুন-ভাত তো কখনো শুনিনি, আমরা তো জানি পানি ভাতই ভালো। পানি ভাত বললে এর সাথে তাদের সম্পৃক্ততা আছে। পানি ভাত খেতে হলে পেঁয়াজ লাগে, তাই প্রধানমন্ত্রী এটা এড়িয়ে গেছেন।’

তিনি বলেন, ভারত আমাদের সাথে ধোঁকা দিয়েছে, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির এ কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘ভারত তো আমাদের মুক্তিযুদ্ধের বন্ধু রাষ্ট্র। এ সরকারের কিছু মন্ত্রীও বলেন, ভারত ও বাংলাদেশ স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক। বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত আমাদের সাথে ধোঁকা দিয়েছে।’

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে পেঁয়াজ ছাড়া রান্না হয়, প্রধানমন্ত্রীর এ বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে চালের দাম বেড়েছে, সবজির দাম বেড়েছে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। তাহলে কি যেটার দাম বাড়বে ধীরে ধীরে সেটা আমরা খাওয়া বন্ধ করে দেব? এখন শীতের দিন এসেছে, এই শীতের কাপড়ের দাম বাড়লে তাহলে কি আমরা কাপড় পরা বাদ দিয়ে দেব? প্রধানমন্ত্রীর অমৃত ভাষণে আমার তো তাই মনে হচ্ছে!’

কল্যাণ পার্টির চেয়ারম্যান জেনারেল মুহাম্মদ ইব্ররাহিম বীরপ্রতীকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেএসডি সভাপতি আ স ম আবদুর রবসহ কল্যাণ পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Spread the love