জীবনে দ্বিতীয় সুযোগ পেয়েছি- মনীষা কৈরালা
‘আমি জীবনে দ্বিতীয় সুযোগ পেয়েছি।আর তার জন্য আমি কৃতজ্ঞ। সুপ্রভাত বন্ধুরা। জীবনটা অনেক সুন্দর। আনন্দে আর সুস্থ থাকার আরো একটা সুযোগ পেলাম!’ এভাবে টুইটারে লিখেছেন মনীষা কৈরালা।
মনীষা কৈরালার ডিম্বাশয়ে ক্যানসার বাসা বেঁধেছিল। শুরু করেন ক্যানসারের সঙ্গে লড়াই। নেপাল থেকে উন্নত চিকিৎসার জন্য ভারতে চলে যান। এরপর কেমোথেরাপি নিতে চলে যান যুক্তরাষ্ট্রে। লড়াকু মনীষা কৈরালা শেষমেশ জিতে যান। হেরে যায় ক্যানসার।
মনীষা কৈরালা এখন নিজের জীবনকে উদ্যাপন করছেন । তিনি বলছেন, এটা তাঁর দ্বিতীয় জীবন। টুইটারে তিনি নিজের দুটি ছবিও দিয়েছেন। পাশাপাশি দুটি ছবির একটিতে দেখা গেছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন বলিউডের জনপ্রিয় এই নায়িকা। তাঁর নাকের ভেতরে দেওয়া হয়েছে অক্সিজেনের নল। ফ্যাকাশে মুখ। অন্য ছবিতে প্রাণবন্ত মনীষা পাহাড়ের কোলে দাঁড়িয়ে আছেন। তাঁর চারপাশে ছড়িয়ে আছে বরফ। এই দুটি ছবি দিয়ে তিনি নিজের দ্বিতীয় জীবনের জন্য সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।