আমার দলের সাধারণ সম্পাদক থাকা প্রধানমন্ত্রীর এখতিয়ার – ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ”সামনে দলের কাউন্সিল। এখনই দলের আগামী দিনের নেতৃত্ব ঠিক হবে।আমি দলের সাধারণ সম্পাদক থাকবো কিনা এটা প্রধানমনত্রীর এখতিয়ার। আমাদের দলের সভাপতি যেটা ভালো মনে করবেন সেটাই হবে”।
ওবায়দুল কাদের আজ বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।এ সময় তিনি সমসাময়ীক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
একজন সাংবাদিক ওবায়দুল কাদেরের কাছে জানতে চান – সামনে দলের কাউন্সিল,আপনি পূনরায় দলের সাধারণ সম্পাদক হিসেবে থাকছেন কিনা!!এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন- ”আমি বারবার একই কথা বলছি, এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার।আমাদের সভাপতি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন।”