সরকারের পায়ের তলায় মাটি নেই তাই লুটেপুটে খাচ্ছে – সেলিমা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সরকারের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ তুলে বলেছেন, বর্তমান সরকার জানে তাদের সময় শেষ হয়ে আসছে, তাদের পায়ের তলায় মাটি নেই। এ কারণে তারা লুটেপুটে খাচ্ছে।
শনিবার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এক সভায় তিনি এ কথা বলেন। প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খোকার স্মরণে এ সভার আয়োজন করে জিয়া শিশু-কিশোর মেলা।
সেলিমা রহমান বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সিন্ডিকেট গড়ে জনগণকে অসহায় করে জনগণের বুকে পা রেখে দুই হাতে লুটপাট করে খাচ্ছে। এর থেকে বেরিয়ে আসতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরো বলেন, দেশের সব দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়ে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। দেশে গণতন্ত্র নেই। গুম-খুন-হত্যা চলছেই। এগুলোর সঠিক কোনো তদন্ত হয় না। এর কারণ হলো দেশে জনগণের সরকার নেই। জনগণের সরকার থাকলে এগুলো হতো না।