আবারো চালু হলো যমুনা সার কারখানা
দীর্ঘ দিন বন্ধ থাকার পর আজ বুধবার জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে আবারো উৎপাদন শুরু হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে কারখানাটি প্রায় ৩৭৯ দিন বন্ধ ছিল। এক বছরের বেশি দীর্ঘ এ সময়টিতে কারখানার ১ হাজার ৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
কারখানাটির পরিচালনায় থাকা কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী জানা যায়, যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে ৩৭৯ দিন পর কারখানায় সার উৎপাদনে যাওয়া হয়েছে। তবে তিতাস গ্যাসের চাপ বৃদ্ধি না করা হলে ফের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
কোম্পানির সূত্রে মতে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দিতে ১৯৯১ সালে যমুনা কারখানায় সার উৎপাদন শুরু করা হয়। ২০১৮ সালের ২৭ নভেম্বর ভোরে কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের কনভারটার হিটারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অ্যামোনিয়া প্রক্রিয়াকরণের প্রধান যন্ত্র প্রি-হিটার এর সব কেবল এবং আশপাশের অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পুড়ে নষ্ট হয়ে যায়। বন্ধ হয়ে যায় দেশের বৃহত্তম দানাদার ইউরিয়া উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানটির উৎপাদন।