নতুন রঙে ৫০ টাকার নোট
বাংলাদেশ ব্যাংক ৫০ টাকার নতুন নোট ছাড়তে যাচ্ছে। বর্তমানে প্রচলিত ১০ ও ৫০ টাকার নোটের রঙে কিছুটা মিল থাকায় নতুন রঙের নোট ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নোটটি হবে লালচে কমলা রঙের।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ ডিসেম্বর বাজারে আসবে ৫০ টাকার নতুন নোট। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে এই নোট ইস্যু করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে এটাও বলা হয়েছে যে, সতুন রঙে মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ৫০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।