চট্রগামে আওয়ামী লীগ নেতার বাড়িতে ‘অস্ত্র কারখানা’
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সারোয়াতলী ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান বেলালের বাড়ি থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে প্রায় পাঁচ ঘণ্টার এ অভিযান চালানো হয় উপজেলার সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ গ্রামে। তবে অভিযানের সময় চেয়ারম্যান এবং তার পরিবারের কাউকে পাওয়া যায়নি।
অভিযানে নেতৃত্ব দেয়া র্যাবের চট্টগ্রাম জোনের সিনিয়র সহকারী পরিচালক এএসপি কাজী মো. তারেক আজিজ বলেন, ‘সীমানা দেয়াল দিয়ে ঘেরা চেয়ারম্যান বেলাল হোসেনের বাড়ির ভেতরে বাঁশের তৈরি একটি ঘরে অস্ত্রের কারখানা পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান শুরু করি। চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের কাউকে পাওয়া যায়নি। তারা অস্ত্র কারখানার সঙ্গে সম্পৃক্ত কিনা সেটা আমরা তদন্ত করে দেখব।
অভিযান প্রসঙ্গে তারেক আজিজ আরো বলেন, কারখানায় পিস্তল ও ওয়ান শুটারগান তৈরির বেশকিছু সরঞ্জাম পাওয়া গেছে। একটি ওয়ান শুটারগান ও দুটি বুলেটও পাওয়া গেছে।