চলন্তিকা বস্তিতে লাগা আগুনে দগ্ধ পারভিনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুরে চলন্তিকা বস্তিতে লাগা আগুনে দগ্ধ পারভিন (৩৫) মারা গেছেন। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।
শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে আগুন ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে ১৪টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পারভিন দগ্ধ হন।