অভিমানে মায়ের শাড়ি নিয়ে গলায় ফাঁস দিলেন শিক্ষার্থী
দুরন্ত ডেস্ক
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সিদ্ধার্থ চন্দ্র ভট্টাচার্য নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের নিজ বাড়ি থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সিদ্ধার্থ চন্দ্র গ্রামের কেষ্ট চন্দ্র ভট্টাচার্যের ছেলে এবং বালাহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মায়ের সঙ্গে অভিমান করে শুক্রবার সন্ধ্যায় নিজের ঘরে মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে ফাঁস নেয় সিদ্ধার্থ।
পরিবারের লোকজন অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ধাক্কা দিতে থাকে। এক পর্যায়ে দরজা খুলে গেলে ফাঁস নেওয়া অবস্থায় সিদ্ধার্থকে পাওয়া যায়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আমরা মরদেহ উদ্ধার করে শনিবার (২৫ জানুয়ারি) ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছি।