মহেশপুর সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রতিবেদক , ঝিনাইদহ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার জাগুশা গ্রামে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৩১জানুয়ারি) বিকাল সোয়া ৩টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার নলিকুন্ডু গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাব্বির হোসেন (১৮), চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার চাকলা গ্রামের রফিক উদ্দিনের ছেলে রাজু আহমেদ (২০) ও জীবননগরের নজু (৪৫)।
মহেশপুর থানার ওসি মুর্শেদ হোসেন খান জানান, নিহতরা একই মোটরসাইকেলে একটি বরযাত্রী দলের সঙ্গে মহেশপুরের দিকে আসছিলেন। জাগুশা গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার বনশ্রী রানী ভদ্র জানান, তাদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।