খালে পড়া শিশু আশামণির খোঁজ এখনো মেলেনি
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কমদতলীর মোহাম্মদবাগ এলাকায় খালে পড়ে নিখোঁজ হওয়া পাঁচ বছরের শিশু আশামণির খোঁজ এখনো মেলেনি। উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
শিশুটির মামা মো. মোশাররফ হোসেন জানান, গত শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে খেলার সময় বল খালে পড়ে যায় আশামণি। সেটি তুলতে গিয়ে ডুবে যায় সে। এদিকে শিশুটির খোঁজ না পেয়ে পাগলপ্রায় মা-বাবা। গত দুদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, গত শনিবার বিকেল চারটায় খবর পেয়েই ফায়ার সার্ভিসের ডুবুরিরা শিশুটিকে উদ্ধারের চেষ্টায় রয়েছে। রোববার সারাদিন খোঁজ করে শিশুটিকে পাননি তারা। সোমবার সকাল থেকে ফের শুরু হয় উদ্ধার কার্যক্রম।
অন্যদিকে গত রোববার বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর মান্ডা খালে পড়ে নিখোঁজ হয় ৪ বছরের শিশু আসাদুল। সোমবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার কাজ চালিয়ে দুপুরে তার মরদেহ উদ্ধার করে। অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে আসাদুল খালে পড়ে নিখোঁজ হয়।