কাল শেষ হচ্ছে বাণিজ্য মেলা

নিজস্ব প্রতিবেদক
আগামীকাল মঙ্গলবার শেষ হবে ২৫তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা । ৩১জানুয়ারি মেলা শেষ হওয়ার কথা থাকলেও ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনদিন সময় বৃদ্ধি করে সরকার।


বাণিজ্য মেলার আয়োজক ইপিবি জানায়, গত ১০ জানুয়ারি মেলা বন্ধ ছিল। সেইসঙ্গে সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে মেলা দুইদিন বন্ধ ছিল। এ কারণে ব্যবসায়ীদের ক্ষতির কথা জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে মেলার মেয়াদ বাড়ানোর প্রস্তাব পাঠায় ইপিবি। এর পরিপ্রেক্ষিতে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়।

ইপিবি সূত্র জানায়, আগামীকাল (মঙ্গলবার) রাত সাড়ে নয়টায় শেষ হবে মেলাটি। এদিন বেলা ৩টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

Spread the love