নোয়াখালীতে জেলা সমাজ সেবা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
প্রতিবেদক, নোয়াখালী
নোয়াখালীতে জেলা সমাজ সেবা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন ও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
জেলা সমাজ সেবা কর্মকর্তা আইয়ুব খানের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা জিএস কাশেমসহ জেলা সমাজ সেবা অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৬ তলা বিশিষ্ট এ ভবনের ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৬৩ লাখ ৪২ হাজার ১শ ৪৫টাকা। আগামী ২ বছরের মধ্যে ভবনের কাজ শেষ হবে।