আরএফএল প্লাস্টিকসের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত
দুরন্ত ডেস্ক:
আরএফএল প্লাস্টিকসের ইউপিভিসি, এইচডিপিই, এমএস, জিআই পাইপ ও পিভিসি বাথরুম ফিটিংসসহ বিভিন্ন পণ্য পরিবেশনের সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি গাজীপুরের কালিগঞ্জে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সারাদেশ থেকে আড়াই হাজারের বেশি পরিবেশক অংশগ্রহণ করেন।
আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল, আরএফএল প্লাস্টিকসের পরিচালক মো. মনিরুজ্জামান, সিনিয়র জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম ও হেড অব মার্কেটিং দেবাশীষ সরকার সম্মেলনে উপস্থিত ছিলেন।