টাকার মান কমানো হবেনা – অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, টাকার মান ডলারের বিপরীতে কমানো হবে না । তিনি বলেন, আমরা প্রয়োজনে ভিন্ন খাতকে প্রণোদনা দেব। তারপরও আমরা টাকার মান কমাবো না। কারণ বাংলাদেশ আমদানি নির্ভর। তাই টাকার মান কমালে আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।বুধবার সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘সবাই চেয়েছিল যে আমাদের কারেন্সি ডিভ্যালিউশন (টাকার মান ডলারের বিপরীতে কমানো) করা হোক। তাদের যুক্তি ছিল কারেন্সি ডিভ্যালিউশন হলে রফতানি বাণিজ্য থেকে শুরু করে রেমিট্যান্স অনেক বেড়ে যাবে। কিন্তু আমরা বলেছি অন্য যেসব দেশ কারেন্সি ডিভ্যালিউশন করেছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা ক্ষতিগ্রস্ত হতে চায় না।’
তিনি বলেন, ‘আমরা আমাদের স্পেসিফিক খাতে প্রণোদনা দেব। তাহলে ওই খাতটি বেগবান হবে। তেমনিভাবে রফতানি বাণিজ্য বাড়াতে আমরা তৈরি পোশাক খাতকে প্রণোদনা দিয়েছি। আরও দিতে হলে দেব।’
মন্ত্রী বলেন, ‘এটা বার বার বলা হয়, কারেন্সি ডিভ্যালিউশন কেন করা হচ্ছে না? আমরা মনে করি কারেন্সি ডিভ্যালিউশন করলে আমাদের দেশের অর্থনীতির জন্য খারাপ হবে। কারণ আমরা এত পরিমাণ অবকাঠামোতে বিনিয়োগ করেছি, এখন অবকাঠামোতে বিনিয়োগে আমরা বিদেশি বিনিয়োগ আশা করছি। কারেন্সি ডিভ্যালিউশন করা হলে এ খাতে বিনিয়োগ আসবে না।’
অর্থমন্ত্রী আর বলেন, ‘আমাদের দেশটা হচ্ছে আমদানি নির্ভরশীল। তাই আমাদের দেশে কারেন্সি ডিভ্যালিউশন করলে ক্ষতি হবে। আমরা যতই কারেন্সি ডিভ্যালিউশন করি না কেন আমাদের আমদানির তুলনায় রফতানি বাড়বে না। তাহরে কারেন্সি ডিভ্যালিউশন করে আমরা ক্ষতিগ্রস্ত হবে কেন?’
তিনি বলেন, ‘যদি কোনো নির্দিষ্ট খাত যেমন প্লাস্টিক, সিরামিক এসব খাতে প্রণোদনা লাগে তাহলে আমরা দেব।’