গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসাইন তাপস গ্রেফতার

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলা’র চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার মধ্যরাতে তাকে গুলশানের থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মো: তালেবুর রহমান।

তিনি জানিয়েছেন, কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। সোমবার দুপুরের পর তাকে আদালতে তোলার কথা রয়েছে।

তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Spread the love