বিক্ষোভ প্রবণ মুহুর্তে ভারতে মঞ্চ কাঁপাতে যাচ্ছেন জেমস
ভারতের রাজপথ এখন বিক্ষোভে উত্তাল, ভারতীয় সংসদে পাস হওয়া ‘বিতর্কিত’ সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে তোলপাড় চলছে ভারতে। এই আইনের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। সেখানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনাও ঘটে।
এরই মধ্যে ১৯-২২ ডিসেম্বর দমদমের সেন্ট মেরি’স স্কুল মাঠে বসছে চার দিনব্যাপী দমদম সংগীত মেলা। ২২ ডিসেম্বর দমদম সংগীত মেলার মঞ্চ মাতাবেন জেমস। অশান্ত ভারতের সংগীতপ্রেমীদের গান শোনাতে ভারত যাবেন তিনি।
অনুষ্ঠানের আয়োজকরা ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন ২২ ডিসেম্বর দমদম সংগীত মেলায় মঞ্চ মাতাতে আসবেন জেমস।
বিষয়টি নিয়ে জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বর্তমানে ভারতে এখন যা পরিস্থিতি তাতে অনুষ্ঠান হবে কিনা কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে অনুষ্ঠান হলে এ আয়োজনে উপস্থিত থাকবেন জেমস ভাই।’
জানা গেছে, এবারের আয়োজনের উপস্থাপনা করবেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।