এপ্রিলেই চালু হচ্ছে সিলেট-হিথ্রো সরাসরি ফ্লাইট : বিমান প্রতিমন্ত্রী
সংবাদদাতা, সিলেট: বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি বলেছেন, চলতি বছরের এপ্রিল মাসে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সিলেট-হিথ্রো সরাসরি বিমানের ফ্লাইট চালু হবে। সে লক্ষে ওসমানী বিমানবন্দরের রানওয়ের সম্প্রসারণ করা হচ্ছে।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তাজপুর কাজিরগাঁওয়ে আয়োজিত বিনা মূল্যে চক্ষু শিবির অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সিলেটবাসীর জন্য একটা বিশেষ সুখবর আপনাদের আর ঢাকায় যেতে হবে না এপ্রিল থেকে সরাসরি যুক্তরাজ্যে বিভিন্ন স্থানে সরাসরি বিমানের ফ্লাইট চালু হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার সময় আমাকে নির্দেশ দিয়েছিলেন বিমানকে একটা পর্যায়ে নিতে হবে। বিমানের দুর্নীতিবাজদের শেকড় উপরে ফেলতে হবে, আমি চেষ্টা করেছি দুর্নীতিবাজদের আইনের আওতায় নিতে। বিমানে যারাই অপকর্ম করবে কিংবা অপকর্মের সঙ্গে জড়িত হবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কেউ রেহাই পাবে না।