বইমেলায় আলাউদ্দিন আদরের ‘সময়ের শিলালিপি’
নিজস্ব প্রতিবেদক
অমর একুশে বই মেলায় প্রকাশ হচ্ছে কবি ও কথাশিল্পী আলাউদ্দিন আদরের চতুর্থ বই ‘সময়ের শিলালিপি’। বইটির প্রচ্ছদ করেছেন সোহানুর রহমান অনন্ত। ঢাকার জাতীয় গ্রন্থমেলায় কুঁড়েঘর প্রকাশনীর ৪০৫-৪০৬ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। তবে মেলার বাইরে বইটি পাওয়া যাবে রকমারিতে।
আলাউদ্দিন এখন নিয়মিত কবিতা লিখছেন। তবে বেশি সময় দেন গবেষণাধর্মী কাজে। তার লেখা ‘খুশির চাঁদ’ ফেরার গান’নামের গানগুলো হয়েছে সমাদৃত ও দর্শক-শ্রোতা নন্দিত। লেখালেখির সঙ্গে জড়িত তরুণদের নিয়ে তার ‘এসো শিখি’নামে একটি টিমও রয়েছে। ২০১৮ সালে দাঁড়িকমা প্রকাশনী থেকে প্রকাশিত হয় প্রথম কবিতার বই ‘নিবন্ধিত নারী’এবং প্রিয় বাংলা প্রকাশন থেকে প্রকাশিত হয় গবেষণাধর্মী প্রবন্ধের বই ‘সাহিত্যে নোবেল : ভেতর বাহির’। ২০১৯ সালে দাঁড়িকমা থেকে প্রকাশিত হয় স্বল্পদৈর্ঘের কবিতার বই ‘এক টুকরো হৃদয়’।
নতুন বই নিয়ে আলাউদ্দিন বলেন, শিলালিপি মানে-প্রস্তরে উৎকীর্ণ লিপি। আর সময়ের শিলালিপি মানে হচ্ছে সেই প্রস্তর লিপি যা ধারণ করে সময়কে। সহজ কথায়-সময়ের(ইতিহাসের ধারক) শিলালিপি। যে কবিতায় জীবন বাস্তবতা উঠে আসে,ধারণ করে সময়কে;তা স্বার্থক কবিতা।যে কথাগুলো পূর্বে বলা হয়নি,যে পথে কেউ পূর্বে মাড়ায়নি,এতদিন যে বোধের প্রকাশ হয়নি,যে প্রতিবাদ করা হয়নি সেইসব অনুচ্চারিত বিষয়াধির স্বচ্চ ও শিল্পময় প্রকাশ ঘটে কবিতায়।সেই স্বচ্চ ও শিল্পময় কাব্যজগতের নির্মাণ হয় একজন কবির কলমে।এইসব তাত্বিক বাক্য ধারণ করেই কবি আলাউদ্দিন আদর লিখেছে ‘সময়ের শিলালিপি’।