স্যান্ডউইচ চুরির দায়ে হারালেন কোটি টাকার চাকুরি
দুরন্ত ডেস্ক : নামকরা প্রতিষ্ঠানে সিনিয়র পদে কর্মরত ছিলেন। বছরে বেতন পেতেন কয়েক কোটি টাকা। কিন্তু তিনিই কিনা অফিস ক্যান্টিন থেকে খাবার চুরি করে খেতেন! এমন অভিযোগে ইতিমধ্যে এক কর্মকর্তাকে চাকুরিচ্যুত করা হয়েছে।
ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পরেশ শাহ (৩১) লন্ডনে সিটিগ্রুপের বন্ড ব্যবসায়ী হিসেবে প্রধান ছিলেন। তার মাসিক বেতন ছিল টাকায় কয়েক কোটি। কিন্তু সেখানে কোম্পানির ক্যাফেটেরিয়া থেকে খাবার চুরি করে খেতেন।
ডেইলি মিরর তাদের প্রতিবেদনে জানিয়েছে, অভিযুক্ত ওই কর্মকর্তা ক্যান্টিন থেকে স্যান্ডউইচ চুরি করতেন।
ইতিমধ্যে সিটিগ্রুপ ওই কর্মকর্তাকে সাসপেন্ড করেছে। তবে চুরির বিষয় নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি।
পরেশ শাহ সিটিগ্রুপে একজন কর্মকর্তা হিসেবেও সফল ছিলেন বলে জানা যায়। সেখানে ২০১৭ সালে যোগদানের কয়েক মাস পরেই পদোন্নতি পান তিনি। এর আগে তিনি এইচএসবিসি’তে কর্মরত ছিলেন।
এত টাকা বেতন পাওয়ার পরও ওই কর্মকর্তা কেন খাবার চুরি করে খেতেন, এতে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন।