টোকিও অলিম্পিকে প্রধানমন্ত্রীকে আইওসির আমন্ত্রণ
দুরন্ত ডেস্ক : বিশ্ব ক্রীড়াঙ্গনের সর্ববৃহৎ আসর অলিম্পিক। এবার অলিম্পিক হবে জাপানের টোকিওতে। এ আসরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে প্রধানমন্ত্রীকে উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র দেয়।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং মহাসচিব সৈয়দ শাহেদ রেজা সোমবার ( ৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণের বিষয়টি অবহিত করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘আইওসি প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে। প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।’