যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমান বিধ্বস্তে নিহত ৫
দুরন্ত ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলাস্কার যুপিক গ্রামে একটি যাত্রীবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এই দুর্ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে আরব নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, যাত্রীবাহী বিমানটি উড্ডয়নের প্রায় ২ ঘণ্টা পর বিধ্বস্ত হয়। আর বিমানটিতে পাইলট সহ মোট ৫ জন আরোহী ছিলেন। তবে নিহতদের নাম এখনো প্রকাশ করা হয়নি।
এই বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা অ্যালেন কেনিৎজার জানান, বিমানটির দুর্ঘটনা বিষয়ে তদন্ত করা হবে। এছাড়া নিহতদের পরিবারদের দুর্ঘটনার খবর জানানোর চেষ্টা চলছে।