যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী কোর্সে অংশ নিলো বাংলাদেশ
দুরন্ত ডেস্ক: সন্ত্রাসবাদবিরোধী সহযোগিতা জোরদার করতে যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্যোগে আন্তঃমন্ত্রণালয় কোর্সে অংশ নিয়েছে বাংলাদেশের ৮টি বেসামরিক ও সামরিক সংস্থার প্রতিনিধিরা। ফ্লোরিডার ট্যাম্পাভিত্তিক যুক্তরাষ্ট্রের জয়েন্ট স্পেশাল অপারেশনস ইউনিভার্সিটির (জেএসওইউ) নির্দেশনায় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) কোর্সটি শেষ হয়। ২ থেকে ৬ ফেব্রুয়ারি এই কোর্স চলে।
যুক্তরাষ্ট্র দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোর্সটিতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ (সেনা, নৌ ও বিমানবাহিনীসহ), কাউন্টার-টেররিজম ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিট, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ বিশেষ শাখাসহ বেশ কয়েকটি মন্ত্রণালয় ও নিরাপত্তা বিষয়ক সংস্থার ২৯ জন কর্মকর্তা যোগ দেন। তারা ইন্টারেক্টিভ প্রশিক্ষণে অংশ নেন।
কোর্সটির মূল লক্ষ্য ছিল, আন্তঃসংস্থা সন্ত্রাসবাদবিরোধী সহযোগিতা, সংকট পরবর্তী কার্যকর প্রতিক্রিয়া সক্ষমতা এবং প্রাতিষ্ঠানিক দৃঢ়তা। কোর্স অংশগ্রহণকারীরা পরিকল্পনা তৈরি করা, কৌশলগত যোগাযোগ স্থাপন এবং নীতি প্রণয়ন সম্পর্কে শেখেন।
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, ‘সংকট মোকাবেলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। এই কোর্সটি আমাদের শক্তিশালী এবং স্থায়ী নিরাপত্তা অংশীদারির আরেকটি উদাহরণ।’