করোনা ভাইরাস প্রতিরোধী সরঞ্জাম ঘাটতিতে বিশ্ব
দুরন্ত ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধী সরঞ্জামের ব্যাপক ঘাটতির মুখে পড়েছে বিশ্ব। এমনই আশঙ্কার কথা বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান টেডরস আধানম গোব্রিয়াসেস।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় হু’র নির্বাহী বোর্ডের সভায় এমন আশঙ্কার কথা বলেন তিনি।
তবে জাতিসংঘ বিভিন্ন অঞ্চলে পরীক্ষার কিট, মাস্ক, গ্লোভস, শ্বাসযন্ত্র এবং গাউন পাঠাচ্ছে বলেও জানান টেডরস।
‘তবে আপনি কল্পনা করতে পারেন, বিশ্ব ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জামের দীর্ঘমেয়াদি ঘাটতির মুখোমুখি’, বলেন তিনি।
এ বিষয়ে সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে জানিয়ে হু প্রধান বলেন, ভাইরাস প্রতিরোধী সরঞ্জাম সরবরাহ যেন সঠিক ও যথাযথভাবে হয় সে বিষয়ে গোড়া থেকে দেখা হবে।
করোনা ভাইরাসে সব শেষ তথ্যানুযায়ী চীনে ৬৩৭ জনের মৃত্যু হয়েছে, আর আক্রান্তের সংখ্যা ৩১ হাজারের বেশি। এছাড়া চীনের বাইরে আরো অন্তত ২৫টি দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় তিনশ লোক।
তবে গত দুইদিনে চীনে আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম হওয়ার খবরটি আশাব্যঞ্জক উল্লেখ করে টেডরস বলেন, কিন্তু এ থেকে আমাদের বেশি করে সতর্ক হতে হবে। কারণ যেকোনো সময় আক্রান্তের সংখ্যা আবার বাড়তে পারে।