করোনায় মৃতের সৎকারে বাধা দেওয়ায় ভারতে ৬০ জনের বিরুদ্ধে মামলা
দুরন্ত ডেস্ক: ভারতের পাঞ্জাব প্রদেশের জালান্ধারে করোনায় আক্রান্ত ব্যক্তির সৎকারে বাধা দেয়ায় ৬০ জন ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভারতীয় পুলিশের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার এই মামলা করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত বুধবার স্থানীয় একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া এক ব্যক্তিকে সৎকারের জন্য নেয়া হলে বেশ কিছু লোকজন বাধা দেয়। ওই লোকজনের দাবি ছিল, করোনায় মৃত ব্যক্তির সৎকারের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে ভাইরাসটি। পরে পুলিশের মধ্যস্থতায় ওই ব্যক্তির সৎকার সম্পন্ন হয়।
করোনা নিয়ে আতঙ্ক ভারতে দিন দিন বাড়ছে। দেশটিতে করোনা আতঙ্কে এ পর্যন্ত বেশ কয়েক জায়গায় স্বাস্থ্য কর্মী এবং চিকিৎসকদের ওপর হামলা করা হয়েছে। এছাড়া মরদেহ সৎকার নিয়েও ভারতের বিভিন্ন জায়গায় বাধা দেয়ার ঘটনা ঘটেছে। ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, ভারতে করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬ হাজার ৭৪২ জন। মারা গেছেন ২২৭ জন।