সবার জন্য একটি করে করোনা সন্দেশ ফ্রি
দুরন্ত ডেস্ক: প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে এখনো পর্যন্ত একমাত্র উপায় জনসাধারণের সচেতনতা বাড়ানো ও সেই মোতাবেক চলাচল করা। সম্ভব হলে ঘরেই থাকা। আর তাই সচেতনতা বাড়াতে ব্যতিক্রমী এক আয়োজন করেছে কলকাতার বিখ্যাত এক মিষ্টির দোকান। করোনা ভাইরাসের প্রতীকী চিত্রের মতো গোলাকার করোনা সন্দেশ ও করোনা কেক তৈরি করেছেন তারা। শুধু তাই নয়, প্রত্যেক গ্রাহককে একটি করে করোনা সন্দেশ ফ্রি দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন তারা।
এ বিষয়ে হিন্দুস্থান সুইটস এর রবিন পাল বলেন, এই প্রাণঘাতি রোগ সম্পর্কে সবাইকে সচেতন করতে এবং তাদের মধ্যে সাহস যোগাতে আমরা করোনা ভাইরাস আকৃতির সন্দেশ ও কাপ কেক তৈরি করেছি। এগুলো ক্রেতাদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। মিষ্টির দোকানের এক কর্মকর্তা জানান, দোকানে আসা প্রত্যেক গ্রাহককে একটি করে করোনা সন্দেশ ফ্রি দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ষোলো লাখ ছাড়িয়েছে। মারা গেছেন ৯৫ হাজার ৭৩৫ জন। সূত্র : ওয়ার্ল্ডওমিটার ও এনডিটিভি।