গুলিস্তানে বাসের ধাক্কায় নিহত ১
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তানে একটি বাসের ধাক্কায় মাহবুবুর রহমান (৫৬) নামে এক সাবেক ঠিকাদার নিহত হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গোলাপ শাহ মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে।
নিহত মাহবুবুরের গ্রামের বাড়ি নবাবগঞ্জের ছাথিয়া এলাকায়। মগবাজারের মীরবাগ এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।
নিহত ব্যক্তির ছেলে বলেন, তাঁর বাবা আগে ঠিকাদারির কাজ করতেন। গুলিস্তান থেকে এক আত্মীয়কে বাসে তুলে দেন তিনি। এ সময় ভিক্টর পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. খাইরুল ইসলাম বলেন, বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।