মৌলভীবাজারে ভাষাসৈনিক বদরুজ্জামানকে সংবর্ধনা প্রদান
প্রতিনিধি,মৌলভীবাজার: ভাষা আন্দোলনে অবদান রাখার জন্য ভাষাসৈনিক শেখ বদরুজ্জামানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
২১ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকাল ৪ টায় স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।
বকসি ইকবালের সভাপতিত্বে ও নুরল ইসলাম শেফুলের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে ব্যক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবি, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, সরকারি কর্মকর্তা, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সুশিল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধিরা।
বক্তাগণ ভাষাসৈনিকদের যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করার জন্য উদাত্ত বহ্বান জানান। পরে সংবর্ধিত ব্যক্তি ভাষাসৈনিক বদরুজ্জামানকে সম্মানা ক্রেস্ট প্রদান করা হয়।