ঘাতক ট্রাক কেড়ে নিলো নানি-নাতনির প্রাণ
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বসতঘরে ঢুকে পড়লে নানি-নাতনি নিহত হয়েছে।
সোমবার সকাল ৭টার দিকে উপজেলার রাজপাট-মুকসুদপুর সড়কের সালবরাত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার সালবরাত গ্রামের মন্নাফ মুন্সীর স্ত্রী রাশিদা বেগম (৫৫) ও তার নাতনি লায়লা খানম (৬)।
কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম জানান, মংলা থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মন্নাফ মুন্সীর বসতঘরে ঢুকে পরে। এতে ট্রাকচাপায় মন্নাফ মুন্সীর স্ত্রী ও তার নাতনি (মেয়ের মেয়ে) ঘটনাস্থলেই মারা যায়।