সংগ্রাম করেই লেখাপড়া
মেজবা উদ্দিন পলাশঃ
অভাবে সংসার চলে না বলে বাবার কাছে পড়ালেখার খরচ চাইতে পারে না ছোট্ট শিবলু। তাই স্কুল ছুটির পর নিজেই নানান কাজ করে জুটিয়ে নেয় নিজের পড়ার খরচ।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের ধুবইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ে ও।
কথা বলে জানতে পারি, বেশিরভাগ সময় ও অন্যের ক্ষেতে কাজ করে। তবে এখন ধান কাটার মৌসুম হওয়ায় অন্যের ক্ষেত ঘুরে ঘুরে পড়ে থাকা ধান কুড়ায়।
ধান কুড়িয়ে কি করবে জানতে চাইলে একটু হেসে বলে,”খাতা কলম কিনবো আর
প্রাইভেটের টাকা দেবো।”
জানায়, অভাবের সংসারে খেয়ে না খেয়ে দিন কাটায় ওর পরিবারের সদস্যরা। পরিবারের কাছ থেকে লেখাপড়ার খরচ চাইতে লজ্জা করে। প্রতিদিন স্কুল ছুটির সাথে সাথেই বেড়িয়ে যায় কোনো কাজের খোঁজে। নির্দিষ্ট কোনো কাজ নেই । যখন যা পায় তাই করেই চলে যায় ওর দিন।
লেখাপড়া করে কি হতে চাও বলতেই জানায়,”বড় হয়ে আমি প্রাথমিক বিদ্যালয়ের স্যার হতে চাই। আমার মতো বা”চাদের পড়াতে চাই।”