কাশ্মীরেও করোনার থাবা, জম্মুর প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
দুরন্ত ডেস্ক: মৃত্যুদূতের মতো নীরবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। এখনো পর্যন্ত ভারতে ৩১ জন রোগীর দেহে ওই ভাইরাস থাকার নিশ্চিত প্রমাণ মিলেছে। তবে এবার করোনা আতঙ্ক গ্রাস করেছে কাশ্মীরকেও।
ভারতীয় গনমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে জানানো হয়, জম্মু ও কাশ্মীরে দু’জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ, তাদের শারীরিক পরীক্ষা চলছে। তবে তাদের ওই পরীক্ষার ফল ইতিবাচক হওয়ার সম্ভাবনা প্রবল বলেই মনে করা হচ্ছে।
এই ঘটনায় নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। প্রাথমিক সতর্কতা হিসেবে জম্মু ও সাম্বা জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে কেন্দ্রশাসিত অঞ্চলটির মুখ্য সচিব রোহিত কনসাল টুইট করে জানান, জম্মু থেকে সন্দেহভাজন দু’জন রোগীর প্রাথমিক শারীরিক পরীক্ষার রিপোর্ট মিলেছে। দুজনেই প্রবল রোগে ভুগছেন। তাদের পরীক্ষার ইতিবাচক ফল মেলার প্রবল সম্ভাবনা রয়েছে।