আমান সিম সাওতুল কোরআনের ইয়েস কার্ড পেলো বরিশালের দুই খুদে ক্বারী
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ক্বিরাত প্রতিযোগিতা ‘আমান সিম সাওতুল কোরআন’-এ ‘ইয়েস কার্ড’ পেয়েছে বরিশালের দুই খুদে ক্বারী।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বরিশাল পেসক্লাব মিলনায়তনেপ্রজাপতি মিডিয়া আয়োজিত শুদ্ধ কোরআন তিলাওয়াতের ওপর এই প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে খুদে ক্বারীরা অংশগ্রহণ করে। এতে সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত দুই ক্বারীকে ‘ইয়েস কার্ড’ দেয়া হয়েছে। এরা হলো- মুমিনুল ইসলাম ও মো. আবু সালেহ হোসাইন।
বাছাই প্রক্রিয়ায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন- ক্বারী আশিক মুস্তাভী ও হাফেজ ক্বারী আবুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান গ্রুপ বরিশাল বিভাগের ব্যবস্থাপক খোকন হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খিদমাতুল মাদীনা হিফজুল কুরআন মদরাসা এর পরিচালক হাফেজ মাওলানা মনিরুজ্জামান।
প্রজাপতি মিডিয়া প্রযোজিত আমান সিম সাওতুল কোরআন প্রতিযোগিতায় ইয়েস কার্ডপ্রাপ্ত ২ ক্বারীকে চলতি মার্চ মাসের শেষ সপ্তাহের দিকে ‘গ্রুমিং’ এর জন্য ঢাকায় ডাকা হবে। সারাদেশ থেকে বাছাইকৃত ক্বারীদের নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা যা পুরো রমজান মাস জুড়ে এসএ টিভিতে সম্প্রচার করা হবে।
জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী প্রথম স্থান ১ লাখ, দ্বিতীয় ৭৫ হাজার এবং তৃতীয় স্থানকারী পাবে ৫০ হাজার টাকা নগদ সম্মাননাসহ পুরস্কার এছাড়া চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব ক্বারীকে দেয়া হবে সান্ত্বনা পুরস্কার।