রংপুরে শিশু হাসপাতালকে কোয়ারেন্টাইন স্থান ঘোষণা
দুরন্ত ডেস্ক: উদ্বোধনের অপেক্ষায় থাকা রংপুর শিশু হাসপাতালকে করোনা ভাইরাস মোকাবেলায় সন্দেহজনক ব্যক্তিদের জন্য কোয়ারেন্টাইন স্থান হিসেবে ঘোষণা করেছে রংপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে ১২ সদস্যের মেডিকেল টিমকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস নিয়ে জেলা সমন্বয় কমিটির সভায় একথা জানানো হয়।
ডিসি আসিফ আহসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফরিদুল ইসলাম, সিভিল সার্জন হিরম্ব কুমার রায়, পুলিশ প্রশাসনসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
বৈঠক শেষে জানানো হয় মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন বিভাগে যে পাঁচটি বেড আছে তাতে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হবে। অপরদিকে যারা সন্দেহজনকভাবে ভর্তি হবেন তাদের রাখা হবে উদ্বোধনের অপেক্ষায় থাকা রংপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে। এজন্য শিশু হাসপাতাল পরিষ্কার এবং সেখানে সাইনবোর্ড এবং প্রয়োজনীয় নির্দেশনা টাঙানো হয়েছে।