নোয়াখালীতে বেশি দামে মাস্ক বিক্রি করায় পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রতিনিধি, নোয়াখালী: করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়ার সুযোগে অতিরিক্ত দামে মাস্ক বিক্রির অপরাধে নোয়াখালীর মাইজদী ও চৌমুহনীর পাঁচ প্রতিষ্ঠানকে ৯২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খানের নেতৃত্বে অভিযান চলে মঙ্গলবার (১০ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত।
এসময় মাইজদীর ইসলামিয়া ফার্মেসিকে ১০ হাজার, নাহার ফার্মেসিকে ১০ হাজার, চৌমুহনীর ইসলামিয়া সার্জিক্যালকে ৪০ হাজার, ফেয়ার সার্জিক্যালকে ৪০ হাজার ও প্রবীর মেডিসিন কর্নারকে ২ হাজার টাকা জরিমানা করে তা আদায় এবং এ সব প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। আদালতকে সহযোগিতা করেন জেলার ড্রাগ সুপার মাসুদ্দুজামান খান, ভোক্তা অধিকারের সহকারি পরিচালক কাউসার মিয়া ও সুথারাম থানার পুলিশ।
আদালত সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়ার পর নোয়াখালীর বিভিন্ন স্থানের ফার্মেসিতে মাস্কের অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে। এমন অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসন থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।