করোনায় শিশু মৃত্যুর হার শূন্য
দুরন্ত ডেস্ক: ভয়াবহ রূপ নেয়া করোনাভাইরাস ইতোমধ্যে বিশ্বের একশটিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। এ ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বজুড়ে ১ লাখ ১৮ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। এছাড়া মারা গেছেন ৪ হাজার ২০০ জন।
তবে তুলনামূলকভাবে শিশুদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রবণতা কম বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্যে অনুযায়ী, গেল বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উহানে করোনা মহামারি আকার নিলেও সেখানে মোট আক্রান্তের মাত্র ২.৪ শতাংশ শিশু। আক্রান্ত সেই শিশুদের মধ্যে ০.২ শতাংশ গুরুতর অসুস্থ হয়েছে।
চীনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে দাবি করা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিন হাজারেরও বেশি মানুষের মৃত্যু হলেও তার মধ্যে কোনো শিশু নেই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যতজন মারা গিয়েছেন, তাদের মধ্যে ২১.৯ শতাংশের বয়সই ৮০-র উপরে। আবার অন্য একটি সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ৪৪,৬৭২ জন আক্রান্তর মধ্যে ১০ থেকে ৩৯ বছর রোগীদের মৃতের হার মাত্র ০.২ শতাংশের মতো। কম বয়সীদের করোনাভাইরাস খুব একটা কাবু করতে পারছে না।