করোনা প্রতিরোধে শ্রেণিকক্ষেই সমাবেশ ও জাতীয় সংগীত
দুরন্ত ডেস্ক: করোনাভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়িয়ে স্কুল-কলেজের প্রত্যাহিক সমাবেশ শ্রেণিকক্ষে আয়োজনের নির্দেশ দিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) এ নির্দেশনার সঙ্গে শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর সাংস্কৃতিক, ক্রীড়া ও অন্যান্য অনুষ্ঠান এখন আয়োজন না করতেও নির্দেশনা দিয়েছে।
এ প্রসঙ্গে নির্দেশনায় বলা হয়েছে, সরকার ইতোমধ্যে করোনাভাইরাস সংক্রমণ রোধে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। এই ভাইরাস সংক্রমণ রোধে সবার সতর্কতা ও সচেতনতা প্রয়োজন।
‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের অধীন সব অফিস ও শিক্ষা-প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সবাইকে এ পরিস্থিতি মোকাবিলায় জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হলো।’
এতে বলা হয়, ‘পুনরাদেশ না পাওয়া পর্যন্ত প্রাত্যাহিক সমাবেশ শ্রেণিকক্ষগুলোতে আয়োজন করতে হবে। সেখানেই জাতীয় সঙ্গীত গাওয়াসহ অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া শিক্ষা-প্রতিষ্ঠানের সাংস্কৃতিক, ক্রীড়া ও অন্যান্য অনুষ্ঠান যেগুলোতে জনসমাগম হয়। সে অনুষ্ঠানগুলোর সূচি পুনর্বিন্যাস করে পরবর্তীত সময়ে আয়োজনেরও নির্দেশ দিয়েছে মাউশি।’