দেশে আরও ৩ জন করোনায় আক্রান্ত: আইইডিসিআর
নিজস্ব প্রতিবেদক: দেশে নতুন করে আরও তিন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর পরিচালখ ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মহাখালীর আইইডিসিআর-এর কার্যালয়ে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
ডা. ফ্লোরা বলেন, ‘দেশে এখন মোট করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৮ জন। নতুন করে আক্রান্তদের মধ্যে ২ শিশু রয়েছে। দেশে ফেরা এক প্রবাসীর মাধ্যমে তারা আক্রান্ত হয়েছে।’
আইইডিসিআর পরিচালক বলেন, ‘আক্রান্ত ৮ জনের মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। ৫ জন আছেন হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ শিশুসহ ৩ জন আক্রান্ত হয়েছেন। ওই দুই শিশুর বয়স ১০ বছরের নিচে। তারা একটি উপজেলা পর্যায়ে থেকে এসেছে। বিদেশফেরত একজনের মাধ্যমে তারা আক্রান্ত হয়েছে।’
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ওই উপজেলায় সভা-সমাবেশ, মসজিদে জামাতে নামাজ ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।
করোনা আক্রান্ত হয়ে বিদেশফেরতদের অনেকেই কোয়ারেনটাইনের নিয়ম মানছেন না বলে যে অভিযোগ উঠেছে এ বিষয়ে ডা. ফ্লোরা বলেন, ‘কোয়ারেনটাইনে থাকা ব্যক্তিরা অত্যাবশ্যকীয় কারণ থাকলে যেমন চিকিৎসা, পরীক্ষা ইত্যাদি ক্ষেত্রে স্থানীয় প্রশাসনকে জানিয়ে বাড়ির বাইরে যেতে পারেন। তবে কন্ট্রোল রুমের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে।’
তিনি বলেন, ‘কোয়ারেনটাইনে থাকা ব্যক্তির আত্মীয়দের বাড়ির বাইরে যাওয়াটা আইনগতভাবে নিশ্চিত করতে পারি। কিন্তু পরিবারের সদস্যরা যেন কমপক্ষে ১ মিটার দূরত্ব বজায় রাখেন। সে বিষয়টি কঠিনভাবে পালন করতে হবে।’
ডা. ফ্লোরা আরও বলেন, ‘কারও যদি সন্দেহ হয় যে সে করোনা ভাইরাস আক্রান্ত তবে তাকে আইইডিসিআরে আসতে হবে না। আইইডিসিআর নিজেই ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে নিয়ে আসবে। এক্ষেত্রে সবাইকে হটলাইন নম্বরের সহায়তা নিতে হবে।’