৫০ টাকার মাস্ক সোয়া দুই হাজার টাকা, দারাজকে জরিমানা

দুরন্ত ডেস্ক: করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে মহামারির এ পরিস্থিতিতে অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রির অভিযোগে ইন্টারনেটভিত্তিক অনলাইন শপিং পোর্টাল দারাজ ডটকমের কার্যালয়ে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৫ মার্চ ) বিকালে রাজধানীর বনানীতে দারাজের প্রধান কার্যালয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে ৫০ টাকার মাস্ক ২ হাজার ২৫৫ টাকায় বিক্রি করার প্রমাণ পাওয়ায় দারাজকে ২ লাখ টাকা জরিমানা করে আদালত।

অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, দারাজ মূলত একটি মার্কেটপ্লেস। এখানে অন্য ব্যবসায়ীরা পণ্য বিক্রি করেন। কিন্তু করোনা আতঙ্কের সুযোগ নিয়ে বাড়তি দামে বিক্রেতারা মাস্ক বিক্রি করছিলেন, দারাজ যা নজরদারি করতে ব্যর্থ হয়। এজন্য দারাজকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Spread the love