করোনা আতঙ্ক: নিউ ইয়র্কে সকল বার ও স্কুল বন্ধ
দুরন্ত ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সকল বার, স্কুল, রেস্টুরেন্ট আাজ সোমবার থেকে বন্ধ হচ্ছে। প্রাণঘাতী করোনাভাইরাসের জেরে দেশটির কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে নিউ ইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও বলেন, আমাদের এই শহর অভূতপূর্ব হুমকির সম্মুখে।
রবিবার তিনি আরো বলেন, আগামী ২০ এপ্রিল পর্যন্ত সকল স্কুল বন্ধ থাকবে। এরপর কর্তৃপক্ষ স্কুল পুনরায় খোলার ব্যাপারে সিধান্ত নিবেন। তিনি এই সিদ্ধান্তকে ‘বেদনাদায়ক’ বলে উল্লেখ করেছেন।
ইতিমধ্যে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে করোনায় আক্রান্ত প্রায় চার হাজার। সেইসঙ্গে মারা গেছে ৬৯ জন। এর মধ্যে শুধু নিউ ইয়র্কে মারা গেছে ৫ জন । নিউ ইয়র্কে প্রায় ৮ মিলিয়ন লোকের বসবাস।