কোয়ারেন্টাইনে না গিয়ে সংসার পাতলেন মিজান
সংবাদদাতা টাঙ্গাইল: হোম কোয়ারেন্টাইনে থাকা ও লোক সমাজে না যাওয়ার পরামর্শ অমান্য করে সিঙ্গাপুর ফেরত দিনই বিয়ে করে সংসার পেতেছেন টাঙ্গাইলের মধুপুরের মিজানুর রহমান মিজান (২২) নামে এক যুবক।
মিজান ১৪ মার্চ বাড়িতে ফিরে ১৫ মার্চ বিয়ের পিঁড়িতে বসেন।
বুধবার (১৮ মার্চ) দুপুরে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, মিজান অসুস্থ নন। তবুও তার সম্পর্কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্য দেওয়া হয়েছে।
মিজানুর রহমান ওই উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের গোলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাসিন্দা জনৈক মকবুল হোসেনের ছেলে। বিয়ে করেছেন একই গ্রামের গফুর হাফেজের মেয়ে কুলসুমকে।