দিয়াবাড়িতে হচ্ছে না কোয়ারেন্টাইন সেন্টার
দুরন্ত ডেস্ক: রাজধানীর দিয়াবাড়ির উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের (আবাসিক) একটি ভবনে করোনাভাইরাসের কোয়ারেন্টাইন সেন্টার খোলার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়া হয়েছে। আজ শনিবার (২১ মার্চ) আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্র এ তথ্যে সত্যতা নিশ্চিত করেছে।
করোনা ভাইরাসে প্রাদুর্ভাব ঠেকাতে কোয়ারেন্টাইনের দায়িত্ব গত বৃহস্পতিবার সেনাবাহিনীকে দেয়া হয়। কেন্দ্র দুটি হলো আশকোনায় হজ ক্যাম্প ও উত্তরা ১৮ নম্বর সেক্টরে অবস্থিত দিয়াবাড়ির রাজউকের অ্যাপার্টমেন্ট প্রকল্প এলাকা। তবে দিয়াবাড়ি এলাকার একটি ভবনে করোনাভাইরাসের কোয়ারেন্টাইন সেন্টার খোলায় গতকাল শুক্রবার প্রতিবাদ জানান ভবনের মালিক ও বাসিন্দারা। তারা ওই ভবনের সামনে দিনভর বিক্ষোভ করেন।
এ বিষয়ে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে বলা হয়, সরকারের দেয়া নতুন জায়গাতেই কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন করা হবে।
দিয়াবাড়িতে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ৬ হাজার ৬০০ ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে বর্তমানে ৫০০ ফ্ল্যাটে প্রায় তিন হাজার লোক বসবাস করে। বাংলাদেশে এখন পর্যন্ত ২৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মারা গেছেন একজন।