করোনাভাইরাস নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১১
প্রতিনিধি, রাজবাড়ী: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন নাকি অন্য কারণে- এ নিয়ে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১১ জন।
রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া গ্রামে আজ শনিবার (২১ মার্চ ) সকালে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম লাবলু মোল্লা (৩৫)।
আহত ব্যক্তিরা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্র জানায়, রাজবাড়ী সদর উপজেলায় সম্প্রতি এক প্রবীণ ব্যক্তি মারা যান। সদর উপজেলার ভবদিয়া গ্রামের স্থানীয় পল্লি চিকিৎসক আবদুল খালেক আশঙ্কা প্রকাশ করে বলেন, ওই ব্যক্তি সম্ভবত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। নিহত লাবলু মোল্লার ভাই আবদুল মান্নান এর বিরোধিতা করে বলেন, গজবে তাঁর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত বৃহস্পতিবার দুজনের মধ্যে হাতাহাতি হয়।
আজ উভয় পক্ষের মধ্যে বৈঠকের কথা ছিল। কিন্তু সকাল সাড়ে ছয়টার দিকে দুই পক্ষের মধ্যে আবার সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় লাবলু মাঠে কাজ করছিলেন। খবর পেয়ে তিনি ছুটে আসেন। এ সময় তিনি প্রতিপক্ষের তোপের মুখে পড়েন। তাঁকে কাঠের লাঠি দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টায় তিনি মারা যান।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক দীপক কুমার বিশ্বাস একজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার। তিনি বলেন, এলাকার পরিস্থিতি শান্ত আছে।