করোনা আতঙ্কের মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া
দুরন্ত ডেস্ক: উত্তর কোরিয়া জাপান সাগরের দিকে দুটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। শুক্রবার দিবাগত রাতে এই ক্ষেপণাস্ত্র ছুড়া হয়।
জাপান কোস্ট গার্ডের পক্ষ থেকেও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দক্ষিণ কোরিয়া সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, উত্তর কোরিয়ায় পিয়োঙ্গান প্রদেশ থেকে জাপান সাগরের দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়া হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্রের দেওয়া তথ্যানুযায়ী, উত্তর কোরিয়া যে দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, সেগুলো প্রায় ৫০ কিলোমিটার উঁচু দিয়ে ৪১০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে।
উত্তর কোরিয়ার এমন কর্মকাণ্ডের সমালোচনা করেছে দক্ষিণ কোরিয়া সেনাবাহিনী। তাদের দাবি, করোনা ভাইরাস নিয়ে বিশ্ব সংকটের মধ্যে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ঠিক হয়নি।
সামরিক মহড়ার অংশ হিসেবে এই মাসের শুরুতেও কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র এবং চীন উত্তর কোরিয়াকে পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনার জন্য আহ্বান জানিয়েছে।