ভাটারায় আমার প্রত্যয় ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক: ভাটারায় নিম্নবিত্ত-দরিদ্র ২০০ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য-সামগ্রী ও মাস্ক বিতরণ করেছে আমার প্রত্যয় ফাউন্ডেশন।
আজ দুপুরে ভাটারায় এই বিতরণ কার্যক্রম শুরু করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মনির হোসেন । করোনার সংক্রমণ ঝুঁকি এড়াতে সবার বাড়িতে গিয়ে কার্যক্রম চালানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ সভাপতি আল শাহরিয়ার ইরফান, সাধারণ সম্পাদক আসিকুল বাশার রবিন, সহ সাধারণ সম্পাদক নেওয়াজ হোসেন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ইনয় খন্দকার, ইমরান হোসেন , সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন , অর্থ বিষয়ক সম্পাদক নাঈম শেখ সহ সংগঠনটির অন্যান্য সদস্যরা।