স্কুলে যাওয়ার পথে ট্রাক চাপায় শিশুর মৃত্যু
প্রতিনিধি, বগুড়া: বগুড়া সদর উপজেলায় স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে ট্রাকের চাপায় তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর প্রাণ গেছে। এ ঘটনায় তার মামা আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার নামুজা নাথ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে বগুড়া সদর থানার ইন্সপেক্টর রেজাউল করিম রেজা জানান।
নিহত মনি বর্মন (১০) নামুজা নাথপাড়া গ্রামের নিত্য গোপাল বর্মনের মেয়ে এবং ত্রিমোহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
আহত পলাশ সরকার (১৯) শিবগঞ্জ থানার বুড়িগঞ্জ সাহাপাড়ার নেপাল সরকারের ছেলে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইন্সপেক্টর বলেন, সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় মনি। বাড়ির পাশে রাস্তা পারাপারের সময় বালুবোঝাই একটি ট্রাকের চাপায় মনি নিহত ও তার মামা আহত হয়। পরে স্থানীয়রা পলাশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
রেজাউল বলেন, দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ লোকজন বগুড়া-নামুজা সড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাকটি আটক হলেও চালক পালিয়ে গেছে।