রংপুরে ধর্ষণ মামলা না নেওয়ার অভিযোগে ওসি প্রত্যাহার
প্রতিবেদক, রংপুর : রংপুরে ধর্ষণ মামলা না নেওয়ার অভিযোগে হারাগাছ থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া গ্রেফতার করা হয়েছে এক ‘ধর্ষক’ গৃহশিক্ষককে।
রংপুর সিটি পুলিশের সহকারী কমিশনার ফারুক আহমেদ জানান, সোমবার মামলার পর রাতে এই গৃহশিক্ষককে গ্রেপ্তার করার পাশাপাশি ওসিকে প্রত্যাহার করা হয়।
গ্রেফতার সোহেল রানা হারাগাছ থানার বটেরতল এলাকায় এক কলেজ ছাত্রীকে বাড়িতে গিয়ে পড়াতেন। শনিবার সোহেল তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।
পরে পুলিশ সোহেলকে আটক করলেও ধর্ষণ মামলা না নিয়ে তাকে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকায় সমালোচনা হয়।
পুলিশ কর্মকর্তা ফারুক বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠায় হারাগাছ থানার ওসি নাজমুল কাদেরকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সব ঘটনা তদন্ত করে দেখছে।