সাতক্ষীরায় ২ বাইকের সংষর্ষে কলেজছাত্র নিহত
প্রতিবেদক, সাতক্ষীরা : সাতক্ষীরা তালা উপজেলায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত ও একজন আহত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পাটকেলঘাটার শাকদাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দ্বীপজয় সাধু (১৯) উপজেলার তৈলকুপি গ্রামের প্রকাশ সাধুর ছেলে ও পাটকেলঘাটা হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। আহত আবদুল ওয়াদুদ সরদারকে খুলনা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তিনি থানার শাঁকদহ গ্রামের বাসিন্দা।
পাটকেলঘাটা থানার ওসি ওয়াহিদ মোর্শেদ বলেন, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের শাঁকদহ মোড়ে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় কলেজ ছাত্র দ্বীপজয় নিহত ও আরও একজন আহত হয়।লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।