Main SliderSecondary Sliderঅর্থ-বানিজ্য

সন্ধ্যা পর রাজধানীর সব দোকান ও বাজার বন্ধ

দুরন্ত ডেস্ক: সন্ধ্যার পর রাজধানীর সব কাঁচাবাজার, সুপারশপ ও দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে শুধুমাত্র ওষুধের দোকান খোলা রাখা যাবে।

বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান।

তিনি বলেন, সুপারশপ ও স্বীকৃত কাঁচাবাজারগুলো ভোর ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে।

আর পাড়ামহল্লার দোকানগুলো ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা রাখা যাবে। শুধুমাত্র ওষুধের দোকান খোলা থাকবে।

মাসুদুর রহমান জানান, করোনা ভাইরাস প্রতিরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে ডিএমপির সব বিভাগকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।