বাংলাদেশের প্রায় সবাই র্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলো
ব্যাটিং র্যাঙ্কিংয়ে নাজমুল হোসেন শান্ত ও অলরাউন্ডারদের তালিকায় রিশাদ হোসেনের এক ধাপ এগোনো ছাড়া বাংলাদেশের আর কারো উন্নতি নেই।
ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটে-বলে পাত্তাই পায়নি বাংলাদেশ। এর ধাক্কা লেগেছে র্যাঙ্কিংয়ে। টি-টোয়েন্টির ব্যাটিং-বোলিংয়ে পিছিয়েছেন বাংলাদেশের প্রায় সবাই।
ছেলেদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের হালনাগাদ বুধবার প্রকাশ করেছে আইসিসি। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে ঝড়ো ইনিংস খেলে অলরাউন্ডারদের তালিকায় সেরা তিনে ফিরেছেন হার্দিক পান্ডিয়া।
গোয়ালিয়রে আগে ব্যাট করে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ১২ রান করতে ১৮ বল খেলেন তাওহিদ হৃদয়। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ পিছিয়ে ৩১ নম্বরে নেমে গেছেন তিনি। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তার আগে আর কেউ নেই।
প্রথম ওভারেই ড্রেসিং রুমে ফেরা লিটন কুমার দাস দুই ধাপ পিছিয়ে ৪২ নম্বরে, মাহমুদউল্লাহ এক ধাপ পিছিয়ে নেমে গেছেন ৭৯ নম্বরে।
তাদের পেছানোর মিছিলে এক ধাপ এগিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ২৫ বলে ২৭ রানের ইনিংস খেলে ৪৬ নম্বরে উঠেছেন বাংলাদেশ অধিনায়ক।
ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বর স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। তার পরের স্থানে ভারত অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ।
১২৮ রানের লক্ষ্য মাত্র ১১.৫ ওভারে তাড়া করে ফেলে ভারত। বেধড়ক পিটুনি হজম করেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেনরা। এক ধাপ পিছিয়ে ১৬ নম্বরে মুস্তাফিজ, দুই ধাপ পিছিয়ে ২৫ নম্বরে রিশাদ, সাত ধাপ পিছিয়ে ৩০ নম্বরে তাসকিন।
প্রথম ম্যাচের একাদশের বাইরে থাকা শেখ মেহেদি হাসান ৩ ধাপ পিছিয়ে ৩৮ নম্বরে নেমে গেছেন। তানজিম হাসান ৫ ধাপ পিছিয়ে চলে গেছেন ৬৮ নম্বরে।
বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে পরিবর্তন একটি। বাংলাদেশের বিপক্ষে ১৪ রানে ৩ উইকেট নিয়ে আট ধাপ এগিয়ে আনরিক নরকিয়ার সঙ্গে যৌথভাবে আট নম্বরে আছেন আর্শদিপ সিং। এক নম্বর স্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের আদিল রাশিদ।
বল হাতে ১ উইকেটের পর ব্যাটিংয়ে ১৬ বলে ৩৯ রানের ইনিংস খেলে অলরাউন্ডারদের তালিকায় চার ধাপ লাফিয়ে তিন নম্বরে উঠেছেন পান্ডিয়া।
অবসরের ঘোষণা দেওয়ায় র্যাঙ্কিং থেকে সরিয়ে নেওয়া হয়েছে সাকিব আল হাসানের নাম। অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ এগিয়ে ৪০ নম্বরে উঠেছেন রিশাদ। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তিনিই সবার ওপরে।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন। সেরা দশে আর কোনো পরিবর্তন নেই।