আড়াইহাজারে করোনা আক্রান্ত রোগী শনাক্ত, এলাকা লকডাউন
দুরন্ত ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় প্রথম করোনা আক্রান্ত এক নারীকে (৩০) শনাক্ত করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা এ তথ্য জানান।
আক্রান্ত ওই নারী বিশনন্দী এলাকার বাসিন্দা। তিনি গত এক সপ্তাহ আগে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ থেকে তার এক আত্মীয়ের বাসা থেকে আড়াইহাজার ফেরেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা জানান, করোনার উপসর্গ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে ৬ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়। পরে ৮ এপ্রিল ফলাফলে তার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।
আড়াইহাজার হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আশরাফুল আমীন জানান, আমরা রোগীকে প্রথমে আড়াইহাজার হাসপাতালে নিয়ে আসব। পরে নারায়ণগঞ্জের কাচঁপুরে সাজেদা হাসপতালে ভর্তি করানো হবে।
এ ঘটনায় দয়াকান্দা এলাকা লকডাউন করা হয়েছে বলে জানান তিনি।